ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জনকল্যাণে হিন্দু ফাউন্ডেশনের কাজ অনুকরণীয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
জনকল্যাণে হিন্দু ফাউন্ডেশনের কাজ অনুকরণীয় বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের সাধারণ সভা

চট্টগ্রাম: বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন গরিব জনগোষ্ঠীকে শিক্ষা, চিকিৎসা, বিয়ে, ত্রাণ প্রভৃতি ক্ষেত্রে সহায়তা দিচ্ছে। দীর্ঘদিন সংগঠনটি অসহায়ের পাশে দাঁড়িয়ে কর্মকাণ্ড পরিচালনা করছে। যা সবার জন্য অনুকরণীয়।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের ৩৭ তম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব দীপক চক্রবর্ত্তী এসব কথা বলেন।

নগরের মোমিন রোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয় মৈত্রীভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

দীপক চক্রবর্ত্তী বলেন, হিন্দু ফাউন্ডেশনের কার্যক্রম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে হবে। যাতে সবাই এর সুবিধা ভোগ করতে পারে।

সংগঠনের চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্র, সাবেক চেয়ারম্যান প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, পূর্ণেন্দু বিকাশ চৌধুরী, দিলীপ কুমার মজুমদার, বর্তমান ভাইস চেয়ারম্যান কেপি দাশ, মহাসচিব শ্যামল কুমার পালিত, সহ মহাসচিব নিতাই প্রসাদ ঘোষ, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী।  

সভায় ১০টি স্মৃতি অনুদান বাবদ আড়াই লাখ টাকা সংগৃহীত হয়। প্রবীর পালের পরিচালনায় বেতার ও টেলিভিশন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২২০০, ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।