ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আবার পৃথিবী দেখার আশায় পাঁচ রোহিঙ্গা শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
আবার পৃথিবী দেখার আশায় পাঁচ রোহিঙ্গা শিশু আবার পৃথিবী দেখার আশায় পাঁচ রোহিঙ্গা শিশু

চট্টগ্রাম: মিয়ানমারে নির্যাতনের শিকার বাংলাদেশে অবস্থানরত পাঁচ রোহিঙ্গা শিশুর বিনামূল্যে চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে শিশু নূর সাদেকা (৭ মাস), জুনাইদ (২), নুর বিবি (৮), সাহিদা (৪) সহ ৫ শিশুর  অস্ত্রোপচার সম্পন্ন হয়।

পাহাড়তলী চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মেরাজুল ইসলাম এদের অস্ত্রোপচার করেন।

কয়েকদিনের মধ্যে আরও চার শিশুর অস্ত্রোপচার করা হবে বলে ডা. মেরাজুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি নয় শিশুকে হাসপাতালে আনা হয়।

এর মধ্যে পাঁচজনের অস্ত্রোপচার হয়েছে। তাদের মধ্যে দুই শিশুর কর্নিয়া ক্ষতিগ্রস্ত ছিল। দেখতে পেতো না। তিনজনের চোখের ছানি ছিল। সবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আশাকরি তাদের চোখে আলো ফিরবে। শনিবার বাকী চারজনের অস্ত্রোপচার করা হবে বলে তিনি জানান।

অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় ‘কাতার ক্রিয়েটিং ভিশন (কিউসিভি) অ্যাক্সপান্ডিং আই কেয়ার ইন সাউথ ইস্ট বাংলাদেশ প্রকল্পের আওতায় এসব শিশুর অস্ত্রোপচার হয়।

এর আগে গত ডিসেম্বরে ১১ রোহিঙ্গা শিশুর চোখের অস্ত্রোপচার করেন চক্ষু হাসপাতালের চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৮১৫, ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad