ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সেই প্রকৌশলীর বিরুদ্ধে কর্মসূচি না দিতে মেয়রের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
সেই প্রকৌশলীর বিরুদ্ধে কর্মসূচি না দিতে মেয়রের নির্দেশ ...

চট্টগ্রাম: সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে অশোভন আচরণ করার ঘটনায় গৃহায়ন কর্তৃপক্ষের প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি না দিতে নির্দেশ দিয়েছেন মেয়র।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মান্নান ফেরদৌস বাংলানিউজকে বলেন, গৃহায়ন কর্তৃপক্ষের ওই প্রকৌশলী মেয়রের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দিয়েছেন, তার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা, মিছিল-মিটিং না করতে মেয়র নির্দেশ দিয়েছেন

সোমবার (০১ এপ্রিল) রাতে চসিক কার্যালয়ে ওই প্রকৌশলীর সঙ্গে মেয়র অশোভ আচরণ করেন বলে মিথ্যা অপবাদ দেওয়া হয়। এ ঘটনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেয়রের পাশে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে প্রকৌশলী পলাশের প্রত্যাহার চান।

বৃহস্পতিবারও (০৩ এপ্রিল) ওই প্রকৌশলীর প্রত্যাহারের দাবিতে নগরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে মেয়রের অনুরোধে তারা সমাবেশ থেকে সরে আসেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।