ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাটকল শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
পাটকল শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে নগরের আমিন জুট মিল এলাকায় সড়কপথ অবরোধ করে আন্দোলন করছেন পাটকল শ্রমিকরা।

নয় দফা দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন।   টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগানও দেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার পরপরই অক্সিজেন-মুরাদপুর সড়কে আমিন জুট মিলের সামনে সড়ক অবরোধ করেন পাটকল শ্রমিকরা। তাদের অবরোধের কারণে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

আমিন জুট মিল এলাকায় সড়কপথ অবরোধ করেন শ্রমিকরা।  ছবি: সোহেল সরওয়ারবায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে জানান, কয়েকটি দাবিতে পাটকল শ্রমিকরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।

তিনি বলেন, সড়ক থেকে সরলেও শ্রমিকরা সড়কের পাশে অবস্থান করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়ঃ ১২৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।