বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোরে তাকে আটক করা হয় বলে বাংলানিউজকে জানান র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।
নজরুল ইসলাম মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুর এলাকার গফুর মুন্সীর ছেলে।
এ সময় ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে বলেও জানান মাশকুর রহমান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
এসব ফেনসিডিল কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে আসা হচ্ছিল বলে জানান এই র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এসকে/এসি/টিসি