ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫০ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
৫০ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক দুবাইগামী যাত্রীর কাছ থেকে উদ্ধার বিদেশি মুদ্রা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ হাটহাজারী উপজেলার আবদুস শুক্কুর (৩৬) নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।

বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে আটক করা হয়।

উদ্ধার করা বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে-১৯ হাজার ৯৭৮ দিরহাম, ১২ হাজার ৩৭০ রিয়াল, ৩ হাজার ৩৭৫ দিনার এবং ১৩ হাজার ৬৮৫ মার্কিন ডলার।

  

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার বিদেশি মুদ্রাচট্টগ্রাম কাস্টম হাউসের উপ কমিশনার মো. নূর উদ্দিন মিলন বাংলানিউজকে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ওই যাত্রী দুবাই যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গে থাকা একটি কাঁঠাল ও দুইটি আনারসের কার্টনে অবৈধ পণ্য রয়েছে বলে চ্যালেঞ্জ করা হয়।

এরপর তল্লাশি চালিয়ে কাঁঠালের নিচে আলাদা একটি স্তরে বিদেশি মুদ্রাগুলো পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।