ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির সেই সাবেক ছাত্রের ঘটনা তদন্তে কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
চবির সেই সাবেক ছাত্রের ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা দিতে যাওযার সময় সাবেক এক ছাত্রকে অপহরণ করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (০৩ এপ্রিল) দুপুরে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিনকে সভাপতি, সহকারী প্রক্টর প্রণব মিত্রকে সদস্য সচিব ও মিজানুর রহমানকে সদস্য করা হয়েছে।

কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই সাবেক ছাত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০০৮-০৯ সেশনের ছাত্র মো. এমদাদুল হক গত ২৭ মার্চ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে ক্যাম্পাসে যান। ওইদিন সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে প্রশাসনিক ভবন থেকে তুলে নিয়ে চবির কেন্দ্রীয় খেলার মাঠে মারধর করে। পরে প্যাগোডায় নিয়ে আরেক দফা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এরফলে এমদাদ মৌখিক পরীক্ষা দিতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।