bangla news

অবৈধ স্থাপনা গুঁড়িয়ে কোটি টাকার জমি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-০৩ ৬:১৪:৫০ পিএম
অভিযানে নেতৃত্ব দেন মো. রুহুল আমিন। ছবি: বাংলানিউজ

অভিযানে নেতৃত্ব দেন মো. রুহুল আমিন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: হাটহাজারী পৌরসভা এলাকায় হাজী কালা মিয়া সড়কের দুই পাশ দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ এপ্রিল) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত এ উচ্ছেদ অভিযানে প্রায় ৩০ শতক সরকারি জমি উদ্ধার করা হয়।

অবৈধ স্থাপনা গুঁড়িয়ে কোটি টাকার জমি উদ্ধার। ছবি: বাংলানিউজইউএনও মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, সড়কের জমি দখল করে বাড়ি-দোকান নির্মাণ করেছিল দখলদাররা। দুই সপ্তাহ আগে এসব অবৈধ স্থাপনা সরাতে তাদের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে অবৈধ স্থাপনা না সরানোই উচ্ছেদ অভিযান চালানো হয়।

তিনি বলেন, উচ্ছেদ অভিযানে প্রায় ২৫-৩০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। প্রায় ৩০ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকার বেশি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম উচ্ছেদ অভিযান
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-04-03 18:14:50