ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আদালতের মালখানায় চুরির ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
আদালতের মালখানায় চুরির ঘটনায় মামলা ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম আদালতের মালখানায় চুরির ঘটনার ১৬ দিন পর মামলা দায়ের হয়েছে। তবে ওই মামলায় নির্দিষ্ট করে কাউকে আসামি করা হয়নি।

এর আগে পুলিশের পক্ষ থেকে চুরির ঘটনায় আদালতের মালখানা থেকে ২৭ লাখ ২২ হাজার ৯৭১ টাকা খোয়া গেছে জানানো হলেও মামলার এজাহারে বলা হয়েছে চারটি মামলার আলামত খোয়া গেছে শুধু।

খোয়া যাওয়া এসব আলামতের মধ্যে রয়েছে- হুন্ডির টোকেন, বিভিন্ন দেশের মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের চেক।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, ‘আদালতের মালখানায় চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে। তবে মামলায় নির্দিষ্ট করে কাউকে আসামি করা হয়নি।

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বাদী হয়ে মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাতে এ মামলা দায়ের করেন।

বিজন কুমার বড়ুয়া বাংলানিউজকে বলেন, চুরির ঘটনার পরদিন ২৭ লাখ ২২ হাজার ৯৭১ টাকা পাওয়া না যাওয়ায় তা খোয়া গেছে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু অন্যান্য আলামতের ভেতর সেই টাকা পাওয়া যায়। খোয়া গেছে হুন্ডির টোকেন, বিভিন্ন দেশের মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের চেক। ’

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad