ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুনস্টার পেইন্টের প্রিমিয়াম সিলারের মোড়ক উন্মোচন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
মুনস্টার পেইন্টের প্রিমিয়াম সিলারের মোড়ক উন্মোচন মুনস্টার পেইন্টের প্রিমিয়াম সিলারের মোড়ক উন্মোচনে কেক কাটেন অতিথিরা

চট্টগ্রাম: দেশে প্রথমবারের মতো দেয়ালে সিমেন্ট আস্তরের ৪-৫ দিনের মধ্যে রং করার জন্য মুনস্টার পেইন্টস বাজারে এনেছে ‘প্রিমিয়াম সিলার’।

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় নগরের একটি রেস্টুরেন্টে নতুন পণ্যের মোড়ক উন্মোচন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মানির বিখ্যাত কেমিক্যাল প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএএসএফের চেয়ারম্যান ও মহাপরিচালক সাজ্জাদুল হাসান।

মুনস্টার পেইন্টের প্রিমিয়াম সিলারের মোড়ক উন্মোচনে কেক কাটেন অতিথিরাঅতিথি ছিলেন বিএএসএফের বিজনেস হেড (ইন্ডাস্ট্রিয়াল সলিউশন) নিহার রঞ্জন সরকার, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (চট্টগ্রাম জোন) মুহাম্মদ আবু নাঈম নিজামী, মুনস্টার পেইন্টসের মহাপরিচালক আব্দুল হান্নান, পরিচালক সারমাদ হাবীব, রফিকুল আলম, রায়হান উদ্দিন, তৌফিকুল আলম, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হেড আজিম উদ্দীন, মহাব্যবস্থাপক ফজলুল করিম, ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রিমিয়াম সিলার লবণাক্ত ভাব থেকে টপ কোটকে সুরক্ষা দেয়।

এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব। আগে বাড়ি বা আবাসন প্রকল্প তৈরির পর ৩ মাস অপেক্ষা করতে হতো রং করার জন্য। এখন দেয়ালে সিমেন্টের আস্তরের কাজ শেষ হওয়ার ৪-৫ দিনের মধ্যে মুনস্টার পেইন্টের প্রিমিয়াম সিলার লাগিয়ে রং করা যাবে। এর ফলে বাড়ির মালিক ও আবাসন শিল্প প্রতিষ্ঠানগুলো লাভবান হবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।