ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এইচএসসি: চট্টগ্রামে ২য় দিন অনুপস্থিত ১০৩২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
এইচএসসি: চট্টগ্রামে ২য় দিন অনুপস্থিত ১০৩২ ফাইল ছবি

চট্টগ্রাম: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ২য় দিন বাংলা দ্বিতীয় পত্রে ১ হাজার ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়নি। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে বাংলা ২য় পত্র বিষয়ে ৮২ হাজার ৮৮৪ শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮১ হাজার ৮৫২ জন।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের ১০৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্র জানায়, অনুপস্থিত ১ হাজার ৩২ জনের মধ্যে চট্টগ্রামে ৭৭০, কক্সবাজারে ৮৯, রাঙামাটিতে ৫০, খাগড়াছড়িতে ৯৭ ও বান্দরবানে ২৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বাংলানিউজকে জানান, অপ্রীতিকর ঘটনা ছাড়া বাংলা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‘পরীক্ষায় অনুপস্থিত ছিল সংখ্যা ১ হাজার ৩২ জন।

এ ছাড়া একজন বহিষ্কার হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।