ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাটকল শ্রমিকদের অবরোধ, ট্রেন চলাচলে ব্যাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
পাটকল শ্রমিকদের অবরোধ, ট্রেন চলাচলে ব্যাঘাত পাটকল শ্রমিকদের অবরোধ। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকরসহ ৯ দফা দাবিতে করা পাটকল শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে তাদের ধর্মঘট শুরু হয়। এসময় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দেন পাটকল শ্রমিকরা।

জানা যায়, তাদের অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ঢাকা ঠিক সময়ে যেতে পারেনি মেঘনা, পাহাড়িকা ও সোনার বাংলা ট্রেন। প্রায় ৩০ মিনিট করে বন্ধ ছিল এসব ট্রেন।

এদিকে সকাল ৭টা ও ৮টার শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্য যেতে পারলেও ৯টা থেকে কোনো ট্রেন যেতে পারেনি।

আমিন জুট মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুল রহমান বাংলানিউজকে বলেন, ১২টা পর্যন্ত এ অবরোধ চলতে থাকবে। আমাদের ন্যায্য দাবিগুলো অবশ্যই মেনে নিতে হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক বোরহান উদ্দিন বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ড এলাকায় কিছু সময়ের জন্য তারা ট্রেন আটকে দিয়েছে। পরে স্বাভাবিক হয়ে যায়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।