ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষাপ্রতিষ্ঠানে অটিজম শাখা চালুর দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
শিক্ষাপ্রতিষ্ঠানে অটিজম শাখা চালুর দাবি নিষ্পাপ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম: সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অটিজম শাখা চালুর দাবি জানিয়েছে অটিজম আক্রান্তদের নিয়ে কাজ করা সংগঠন নিষ্পাপ ফাউন্ডেশন।

সোমবার (১ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনা দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে আটটি দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিষ্পাপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ।

তিনি বলেন, স্বাভাবিকের তুলনায় অটিজম শিক্ষা ব্যবস্থা ব্যয়বহুল। অনেক অভিভাবক এ ব্যয় বহন করতে পারেন না।

এক্ষেত্রে সরকারি সহায়তা পাওয়া গেলে আক্রান্তদের যথাযথ শিক্ষা নিশ্চিত করা যেতো।

‘এবার চট্টগ্রাম থেকে অটিজম আক্রান্ত ১২ শিক্ষার্থী জাতীয় স্কাউটে অংশগ্রহণ করেছে। তারা সাধারণদের মতো সেখানে কৃতিত্ব দেখিয়েছে। অটিজম আক্রান্তরা সুযোগ পেলে সবক্ষেত্রে কৃতিত্ব দেখাতে সক্ষম। ’

দাবিগুলো হচ্ছে- উন্মুক্ত মঞ্চে অটিজম শিশুদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের অনুমতি, অটিজম আক্রান্তদের কল্যাণে সকলকে সম্পৃক্ত করা, সরকারি-বেসরকারি চিকিৎসা কেন্দ্রে অটিজম শনাক্তকরণের ব্যবস্থা, অটিজম স্কুলের শিক্ষকদের এমপিওভুক্তির ব্যবস্থা, অটিজম নিয়ে কাজ করা নিবন্ধিত প্রতিষ্ঠানকে সরকারি অনুদান দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শাখা চালু, চট্টগ্রামে পর্যাপ্ত থেরাপিস্ট নিয়োগ দেওয়া ও অটিজম স্কুলের শিক্ষকদের জন্য চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্র করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিষ্পাপ ফাউন্ডেশনের সভাপতি এম নাসিরুল হক, সহ-সভাপতি খোরশেদুল আলম কাদেরী, যুগ্ম সম্পাদক সুজিত কুমার দত্ত, অর্থ সম্পাদক অশুতোষ দে, ড্রিম স্টারস অটিজম একাডেমির অধ্যক্ষ তাহমিনা জেরিন, দীপালয় অটিজম একাডেমির অধ্যক্ষ দীপা মুখার্জী, মাতৃস্নেহ অটিজম একাডেমির অধ্যক্ষ চুমকি চক্রবর্ত্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০, ঘণ্টা, এপ্রিল, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।