ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ২ গ্রেফতার দুই ছিনতাইকারী

চট্টগ্রাম: গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) ভোররাতে নগরের কোতোয়ালী থানাধীন বিআরটিসি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেফতার দুই আসামি হলেন-সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার চর শিয়ালকোল এলাকার এরশাদ আলীর ছেলে মো. জাহেদুল ইসলাম (৪৪) ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার মো. গুরা মিয়ার ছেলে মো. খোকন মিয়া (৩০)।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। জাহেদুল ইসলাম ও খোকন মিয়া নামে দুই ছিনতাইকারী কাউছার আলম নামে এক ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৯০০ টাকা ও একটি সিম্পোনি মোবাইল সেট ছিনতাই করে।

পরে পুলিশ তাদের গ্রেফতার করে।  মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।