ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পেট থেকে বের হলো এক ইঞ্চি পেরেক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
পেট থেকে বের হলো এক ইঞ্চি পেরেক! রোগীর পেট থেকে বের করা হয় প্রায় এক ইঞ্চি পেরেক।

চট্টগ্রাম: নগরের বেসরকারি চিকিৎসা কেন্দ্র সিএসসিআরে শহিদুল ইসলাম নামে এক রোগীর পেট থেকে প্রায় এক ইঞ্চি পেরেক বের করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সকালে ওষুধ খাইয়ে ওই রোগীর পায়ুপথ দিয়ে পেরেকটি বের করা হয়।

শহিদুল ইসলাম পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে কর্মরত আছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক নাহিদ হাসান বাংলানিউজকে বলেন, ‘প্রথমে রোগীর এন্ডোস্কোপি করে দেখা হয় পেরেকটি রয়েছে বুকের নিচের দিকে। এরপর ওষুধ সেবন করিয়ে সেটি বের করানো হয়।

রোগীর অবস্থা এখন উন্নতির দিকে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ’

ডা. নাহিদ হাসান বলেন, ওই রোগী পেটে পেরেকটা কিভাবে গেলো সেটি এখনো জানা যায়নি। রোগীও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।

এদিকে অগ্রিম বিল পরিশোধ না করায় রোগীকে অস্ত্রোপচার কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে বলে সিএসসিআর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা।

তবে কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন। সিএসসিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালাউদ্দিন মাহমুদ বাংলানিউজকে বলেন, অস্ত্রোপচার করানোর আগে ওষুধ সেবনের মাধ্যমে পেরেকটি বের করানোর চেষ্টা করা হয়েছে। সেটিতে সফলতা পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ সঠিক নয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।