ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় গাড়িচাপায় বাবা-মেয়ে নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
রাঙ্গুনিয়ায় গাড়িচাপায় বাবা-মেয়ে নিহত দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও জিপ।

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার শান্তির হাট এলাকায় সিএনজি অটোরিকশা ও লামা উপজেলা চেয়ারম্যানের জিপের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন মা এবং সিএনজি অটোরিকশা চালক।

রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়ার শান্তিরহাট থেকে কোদালা ২ নম্বর ওয়ার্ডের নেছার আহমদের ছেলে আবদুল আজিজকে (৫০) চমেক জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সঙ্গে নিয়ে আসা তার মেয়ে আফিফাকে (৩) প্রথমে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

গুরুতর আহত আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম ও সিএনজি অটোরিকশা চালক ইছাখালীর নির্মল দাশের ছেলে কাঞ্চন দাশ চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।