ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৭, মার্চ ৩০, ২০১৯
হাটহাজারীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মোটরসাইকেল-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সাজ্জাদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৯ মার্চ) রাতে উপজেলার মদুনাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সাজ্জাদ নগরের ২ নম্বর গেইট আল ফালাহ গলির মোহাম্মদ হোসাইনের ছেলে।

তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বলে জানিয়েছে পু্লিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (এসআই) জহিরুল হক ভু্ঁইয়া বাংলানিউজকে বলেন, উপজেলার মদুনাঘাট এলাকা থেকে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সাজ্জাদকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।