ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়তলী রেলওয়ে কারখানায় আগুন, অসুস্থ ১৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
পাহাড়তলী রেলওয়ে কারখানায় আগুন, অসুস্থ ১৮ অগ্নিকাণ্ডে অসুস্থ শ্রমিককে চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী রেলওয়ে কারখানায় অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় ১৮ জন কর্মচারী অসুস্থ হয়েছেন। রেলের ব্রুড শিট কাটতে গিয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার স্টেশন।

বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে ৭ জনের নাম জানা গেছে।

তারা হলেন- মো. ইব্রাহিম (২৭), মো. রায়হান (২৪), মো. জামাল (৩২), সাইফুল রাসেল (২৬), রিপন ফরিদুল (২৭), মাহবুব আলম (৫৬) এবং কবির আহমেদ।

অগ্নিকাণ্ডে অসুস্থ শ্রমিককে চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।                                             <div class=

ছবি: উজ্জ্বল ধর" src="https://www.banglanews24.com/media/imgAll/2019March/bg/fire-bg220190327140151.jpg" style="margin:1px; width:100%" />আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) দিদারুল আলম বাংলানিউজকে জানান, রেলের ব্রুট শিট কাটতে গিয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে রেলের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর সময় ধোঁয়ার কারণে অক্সিজেন সংকটে পড়ে ১৮ জন কর্মচারী অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেন, ১৩ জনকে রেলওয়ে হাসপাতাল এবং ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা শঙ্কামুক্ত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় চমেক হাসপাতালে প্রথমে ৫ জন ও পরে ২ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের কেউ দগ্ধ হননি। অক্সিজেন সংকটে পড়ে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের কর্ম-ব্যবস্থাপক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ওয়েল্ডিং মেশিন দিয়ে রেলের ব্রুড শিট কাটতে গিয়ে আগুন ধরে যায়। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর সময় ধোঁয়ার কারণে অক্সিজেন সংকটে পড়ে কয়েকজন কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।