ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সুশিক্ষিত জাতি দেশের উন্নয়নের হাতিয়ার: সারোয়ার আলম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
সুশিক্ষিত জাতি দেশের উন্নয়নের হাতিয়ার: সারোয়ার আলম পুরস্কার বিতরণ করেন মোহাম্মদ  সারওয়ার আলম।

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগাহাট তাহের মঞ্জু কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সাইফুদ্দিন মাহামুদ। প্রধান অতিথি ছিলেন মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক ও কলেজ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ  সারওয়ার আলম।

তিনি বলেন, সুশিক্ষিত জাতি দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার। দেশের সামগ্রিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।

বর্তমান বিশ্বায়নের যুগে বিশ্ব অর্থনীতির সঙ্গে দেশকে এগিয়ে নিতে আমাদের শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কলেজের ফিন্যান্স বিভাগের প্রভাষক একেএম শাহনেওয়াজ। বিদায়ী শিক্ষার্থীদের মানপত্র পাঠ করেন ১ম বর্ষের ছাত্রী আনিসা ফাওজিয়া। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আল হাসনাত মিনহাজ ও মোক্তার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেহান উদ্দিন, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মিয়াজী, শিক্ষানুরাগী জসিম উদ্দিন।

অনুষ্ঠানে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad