ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বাধীনতা দিবসে পুলিশের পতাকা উপহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
স্বাধীনতা দিবসে পুলিশের পতাকা উপহার শিক্ষার্থীদের পতাকা উপহার দেন পুলিশ সদস্যরা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: কাজিরদেউড়ী মোড়ে সড়কের একপাশে দাঁড়িয়ে পুলিশ সদস্যরা ক্ষুদে শিক্ষার্থীর হাতে একটি করে পতাকা দিয়ে বলছিলেন, ‘স্বাধীনতা দিবস সফল হোক।’

এমন চিত্র শুধু কাজির দেউড়ী মোড় নয় এমএ আজিজ স্টেডিয়াম, জামালখান, শহীদ মিনার, নিউমার্কেট এলাকারও।

এছাড়া থানায় আগত মানুষের মাঝেও ছোট পতাকা বিতরণ করে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার সদস্যরা।

মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে কোতোয়ালী থানা পুলিশ ব্যতিক্রমী এ উদ্যোগে ১ হাজার পতাকা উপহার দিয়েছেন শিক্ষার্থীদের মাঝে।

পুলিশের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখে তাদের ধন্যবাদও জানিয়েছেন শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষজন।

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাসনোভা বাংলানিউজকে বলেন, ‘এমএ আজিজ স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নিতে এসেছি। এখানে পুলিশের কয়েকজন সদস্য বাংলাদেশের ছোট পতাকা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ’

শিক্ষার্থীদের পতাকা উপহার দেন ওসি মোহাম্মদ মহসীন।  ছবি: বাংলানিউজকোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, ‘স্বাধীনতা দিবস উদযাপনে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পতাকা বিতরণ করেছি। দেউড়ী মোড়, এমএ আজিজ স্টেডিয়াম, জামালখান, শহীদ মিনার, নিউমার্কেট মোট ১ হাজার শিক্ষার্থীকে পতাকা উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি। ’

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘পুলিশকে এখনও অনেকে ভয় পান। সেই ভয় কাটাতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এজন্য ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। থানায় আগতদের পতাকা দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। সকালে শত শত শিশুকে পতাকা দিয়েছি, পথচারীদেরকেও দিয়েছি। নগরবাসী আমাদের এমন উদ্যোগে খুবই খুশি হয়েছেন। ’

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এসকে/জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।