ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২৯ মার্চ শুরু হচ্ছে রোটারি ক্যারিয়ার ফিয়েস্তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
২৯ মার্চ শুরু হচ্ছে রোটারি ক্যারিয়ার ফিয়েস্তা ২৯ মার্চ শুরু হচ্ছে রোটারি ক্যারিয়ার ফিয়েস্তা

চট্টগ্রাম: রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের উদ্যোগে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফিয়েস্তা উদযাপন হতে যাচ্ছে।

ইঞ্জিনিয়ারস ইন্‌সটিটিউশন চট্টগ্রাম মিলনায়তনে ২৯ ও ৩০ মার্চ এ ক্যারিয়ার ফিয়েস্তা অনুষ্ঠান হবে।

২৯ মার্চ বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যারিয়ার ফিয়েস্তা উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন রোটারি ক্লাব-৩২৮২ এর ডিস্ট্রিক গর্ভনর দিলনাশিন মহসীন।

দুই দিনে ক্যারিয়ার ফিয়েস্তায় সেশন স্পিকার হিসেবে থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, সুপ্রিম কোর্টের বিচারপতি শেখ হাসিনা আরিফ, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও এহসান খান চৌধুরী, রবি অজিয়েটার হেড অব এইচ আর মো. ফয়সাল ইমতিয়াজ খান, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও হাসান জাবেদ চৌধুরী, সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান, মাইন্ড পেপার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও লিড কনসালটেন্ট এজাজুর রহমান ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক ও পেসিফিক জিন্স লিমিটেডের পরিচালক সৈয়দ এম তানভির।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।