bangla news

বাঁশখালীতে 'বন্দুকযুদ্ধে' জলদস্যু নিহত, অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৩-২৫ ১০:১৭:৩১ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম: বাঁশখালীর ছোট ছনুয়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে 'বন্দুকযুদ্ধের' ঘটনায় এক জলদস্যু নিহত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এ সময় ঘটনাস্থল থেকে ৭টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে বাংলানিউজকে জানান র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৭ এর মেজর মেহেদি হাসান বাংলানিউজকে বলেন, ভোরে টহল দেওয়ার সময় জলদস্যুদের অবস্থানের খবর পেয়ে ছোট ছনুয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক জলদস্যুর মরদেহ, ৭ টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসকে/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম বন্দুকযুদ্ধ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-03-25 10:17:31