ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দক্ষিণ চট্টগ্রামে বিজয়ী হলেন যারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৯, মার্চ ২৫, ২০১৯
দক্ষিণ চট্টগ্রামে বিজয়ী হলেন যারা

চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলার ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পটিয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোতাহেরুল ইসলাম চৌধুরী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিমির বরণ চৌধুরী (উড়োজাহাজ) নির্বাচিত হয়েছেন।

বোয়ালখালীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নুরুল আলম (নৌকা), ভাইস চেয়ারম্যান পদে এসএম সেলিম (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীম অারা বেগম (প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।

বাঁশখালীতে আওয়ামী লীগের চৌধুরী মোহাম্মদ গালিব, ভাইস চেয়ারম্যান পদে এমরানুল হক (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহেনা আকতার কাজমী (ফুটবল) নির্বাচিত হয়েছেন।

চন্দনাইশে ভাইস চেয়ারম্যান পদে সোলায়মান অালম ফারুকী (মোমবাতি), মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামেলা খানম রুপা (প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।

রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওইসব উপজেলায় ভোটগ্রহণ হয়।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসইউ/জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।