ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

'চক্ষু সেবার পরিধি বাড়াতে প্রয়োজন দক্ষ অপটোমেট্রি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
'চক্ষু সেবার পরিধি বাড়াতে প্রয়োজন দক্ষ অপটোমেট্রি’ ...

চট্টগ্রাম: ‘একজন চিকিৎসকের সঙ্গে একাধিক অপটোমেট্রি থাকার প্রয়োজন হলেও দেশে এর সংখ্যা সীমিত। যে পরিমাণ চক্ষু চিকিৎসক রয়েছেন, সে তুলনায় অপটোমেট্রি সংখ্যা কম। কিন্তু চক্ষু চিকিৎসার পরিধি বাড়াতে প্রয়োজন দক্ষ অপটোমেট্রি।’

রোববার (২৪ মার্চ) বিশ্ব অপটোমেট্রি দিবস উপলক্ষে আয়োজিত সভায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলোজির (আইসিও) পরিচালক ডা. খুরশীদ আলম এসব কথা বলেন।

দিবসটি উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গন থেকে র্যা লি বের করা হয়।

ডা. খুরশীদ আলম বলেন, আইসিও-তে অনেক আগ থেকে অপটোমেট্রি গ্রেজুয়েশন ও পিএইচডি কোর্স চালু করা হয়েছে। যাতে উন্নত শিক্ষা লাভ অপটোমেট্রিরা চক্ষু সেবার পরিধি বাড়াতে সহায়তা করেন।

উপস্থিত ছিলেন একাডেমিক কোডিনেটর অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, আইসিও’র শিক্ষক জুয়েল দাশগুপ্ত, প্রসাশনিক ও হিসাব কর্মকর্তা জসিম উদ্দিন, জুনিয়র অফিসার মো. সাইফুর রহমানসহ শিক্ষার্থীবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১৩০, ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯

এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।