ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়া উপজেলা নির্বাচন ৩১ মার্চ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
লোহাগাড়া উপজেলা নির্বাচন ৩১ মার্চ

চট্টগ্রাম: ব্যালট পেপার জটিলতায় স্থগিত হওয়া লোহাগাড়া উপজেলা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।৩১ মার্চ (রোববার) এ উপজেলায় ভোটগ্রহণ হবে।

এর আগে শুক্রবার (২২ মার্চ) এক বিজ্ঞপির মাধ্যমে নির্বাচন স্থগিতাদেশ দেয় ইসি।

রোববার (২৪ মার্চ) লোহাগাড়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, রিটার্নিং কর্মকতার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।

পরে হাইকোর্টে রিট করলে মনোনয়ন ফিরে পান ওই প্রার্থী। সে অনুযায়ী ব্যালট পেপারও ছাপানো হয়েছে। কিন্তু হাইকোর্টের আরেক আদেশে ওই প্রার্থীর মনোনয়ন ফের বাতিল হলে জটিলতা সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ২০০০, ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।