ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি নেতার নামে ৪ কোটি টাকার চেক প্রতারণা মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
বিএনপি নেতার নামে ৪ কোটি টাকার চেক প্রতারণা মামলা

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপি নেতা নুর মোহাম্মদের বিরুদ্ধে ৪ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালতে নুর মোহাম্মদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন হাটহাজারীর ব্যবসায়ী মোহাম্মদ সরওয়ার মোর্শেদ।

অভিযুক্ত নুর মোহাম্মদ হাটহাজারী বিএনপির আহবায়ক ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক বলে জানা গেছে।

আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বলে জানিয়েছেন বাদির আইনজীবী সালাহউদ্দিন আহমেদ।

অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, ‘নুর মোহাম্মদ বিভিন্ন সময় সরওয়ার মোর্শেদের কাছ থেকে ব্যক্তিগত ও যৌথ ব্যবসায়িক কারণে ৪ কোটি টাকা গ্রহণ করেন।

কিন্তু তিনি বিনিয়োগ ও লভ্যাংশ ফেরত না দিয়ে প্রতারণার আশ্রয় নেন। টাকা ফেরত দেয়ার জন্য চেক প্রদান করলেও ব্যাংকে তা ডিজঅনার হয়। তাই সরওয়ার মোর্শেদ মামলা দায়ের করেছেন। ’

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।