ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ম্যাজিস্ট্রেট দেখে পালালেন ভুয়া ভোটাররা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
ম্যাজিস্ট্রেট দেখে পালালেন ভুয়া ভোটাররা! সিল মারা ব্যালট

বোয়ালখালী থেকে: বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনের একটি ভোটকেন্দ্র থেকে নৌকা ও তালা প্রতীকে সিল মারা ব্যালট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ মার্চ) দুপুরে খরণদ্বীপ ইউনিয়নের এমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে এসব ব্যালট জব্দ করা হয়। অভিযানে নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, এমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করি। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই ভুয়া ভোটাররা সিল মারা ব্যালট ফেলে পালিয়ে যায়।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ সিল মারা ব্যালট জব্দ করা হয়।

তিনি জানান, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম কিংবা বিশৃঙ্খলা আমরা বরদাশত করবো না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।