ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাগলের দুধ খাইয়ে হরিণ শাবকের জীবন রক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
ছাগলের দুধ খাইয়ে হরিণ শাবকের জীবন রক্ষা ছাগলের দুধ খাইয়ে হরিণ শাবকের জীবন রক্ষা করলেন মো. শাহাদাত হোসাইন শুভ।

চট্টগ্রাম: মাত্র দুইদিন বয়স হরিণ শাবকটির। শরীর এত দুর্বল যে মায়ের (হরিণী) দুধ পান দূরে থাক, উঠে দাঁড়াতেই পারছিল না। থেমে থেমে চঞ্চল হরিণগুলোর ছোটাছুটিতে আঘাতও পাচ্ছিল শাবকটি।

বিষয়টি নজরে আসার পর হরিণীর কাছ থেকে একপ্রকার কেড়েই নেন চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর মো. শাহাদাত হোসাইন শুভ।

এরপর অন্য এক লড়াই শুরু করে তিনি।

হরিণ শাবকটি বাঁচিয়ে রাখা ছিল চ্যালেঞ্জের। ছাগলের দুধ সিদ্ধ করে কুসুম কুসুম গরম থাকাবস্থায় পান করাতে শুরু করেন শুভ।
দুই ঘণ্টা পর পর ছাগলের দুধ। পাশাপাশি ওষুধপত্রও।

তিন দিন পরম যত্নে হরিণ শাবকটি সুস্থ করে তোলেন শুভ। তারপর ছেড়ে দেন চিড়িয়াখানায় চিত্রা হরিণের খাঁচায়।

মো. শাহাদাত হোসাইন শুভ বাংলানিউজকে বলেন, নতুন শাবকটিসহ মোট ১৩টি চিত্রা হরিণ হলো চট্টগ্রাম চিড়িয়াখানায়। এ শাবকটি বাঁচিয়ে তোলা রীতিমতো অসম্ভব ছিল। আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছি শুধু প্রাণীর প্রতি ভালোবাসা দিয়ে।

 দুই ঘণ্টা পর পর ছাগলের দুধ খাইয়ে হরিণ শাবককে বাঁচিয়ে রাখা হয়।

৫ মার্চ হরিণ শাবকটি জন্ম নিয়েছিল। ৭ মার্চ আমরা সেটি আমাদের হেফাজতে নিয়ে আসি। এরপর তিন দিন ছিল পরীক্ষা। যাতে আমরা সফলভাবে উত্তীর্ণ হয়েছি। এখন সেটি সুস্থ আছে। সবচেয়ে বড় কথা হরিণ শাবকটিকে মা গ্রহণ করেছে।  

১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে অর্ধশতাধিক প্রজাতির তিন শতাধিক প্রাণী ও পাখি আছে। এর মধ্যে আছে ৪টি বাঘ, ২টি সিংহ, ৬টি জেব্রা, ২টি পুরুষ ভাল্লুক, কুমির, চিত্রা হরিণ, মায়া হরিণ, ৪টি উল্টোলেজী বানর, উল্লুক, হনুমান, চিতা বিড়াল ৪টি, ময়ূর, শেয়াল, কচ্ছপ, অজগর সাপ ইত্যাদি। ২০১৬ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকায় আমদানি করা এক জোড়া রয়েল বেঙ্গল টাইগার গত ১৯ জুলাই ৩টি শাবকের জন্ম দেয়। এর মধ্যে একটি শাবক মায়ের পায়ের নিচে পড়ে মারা যায়। বাকি দুইটির মধ্যে একটি দুর্লভ প্রজাতির সাদা বাঘ। যা নিয়ে দূরদূরান্ত থেকে আসা দর্শক ও প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কৌতূহল ছিল সীমাহীন। সর্বশেষ ক্যাঙারু আনার পরিকল্পনা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

>> চিত্রা পরিবারে নতুন অতিথি!

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।