ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক এলে লাইনে দাঁড়ান তারা

জমির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
সাংবাদিক এলে লাইনে দাঁড়ান তারা ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম

পটিয়া থেকে: রোববার (২৪ মার্চ) সকাল ১০টা। পটিয়ার হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজ। কলেজ মাঠের একপাশে দুই ভাগে বিভক্ত হয়ে বসে ছিলেন কিছু নারী-পুরুষ। নির্বাচনী পর্যবেক্ষক কিংবা সাংবাদিক দেখলেই লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন তারা।

বেশ কিছু সময় অপেক্ষা করে দেখা গেল, তারা কেউ ভোট দিচ্ছেন না। নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন অনেক আগেই।

সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, সেটি দেখাতেই প্রার্থীর হয়ে কাজ করছেন তারা।

ওই কেন্দ্রে ভোটার আছেন ৪ হাজার ৫৩১ জন।

১০টা পর্যন্ত ১২টি ভোটকক্ষে প্রায় দেড়শ ভোট পড়ার কথা প্রিসাইডিং অফিসার পার্থসারথি দত্ত দাবি করলেও ভোটকক্ষে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। কক্ষে কোনো ভোটার নেই, তিনটি বুথে মাত্র ১০টি ভোট পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন পোলিং অফিসার বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ১০-১৫ জন ভোটার ভোট দিতে আসলেও ১০টা পর্যন্ত মাত্র তিনজন ভোট দিতে এসেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীর পক্ষ হয়ে কিছু নারী-পুরুষ কাজ করছেন। তারা নির্বাচনী পর্যবেক্ষক বা সাংবাদিক এলে লাইনে দাঁড়িয়ে যান। অথচ তারা ভোট অনেক আগেই দিয়েছেন।

ভোটারের জন্য অপেক্ষা।  ছবি: বাংলানিউজশুধু ওই ভোট কেন্দ্র নয়, পটিয়ার লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল্লাইওখারা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ভোটকেন্দ্রে একই চিত্র পাওয়া গেছে। ভোটার উপস্থিতি দেখাতে ভোটকেন্দ্রে প্রার্থীর লোকজন লাইনে দাঁড়িয়ে ছিলেন।

বেলা ১১টায় লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৪৬ ভোটারের বিপরীতে মাত্র ২০টি ভোট পড়েছে।

প্রিসাইডিং অফিসার সঞ্জিব কুসুম চৌধুরী বাংলানিউজকে বলেন, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। বেলা ১১টা পর্যন্ত কোনো গোলোযোগ হয়নি।

ভোটকেন্দ্রের সামনে পুলিশের অবস্থান।  ছবি: বাংলানিউজ পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আফরোজা বেগম, মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও মোতাহেরুল ইসলাম চৌধুরী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, ডা. তিমির বরণ চৌধুরী ও মোহাম্মদ সাহাব উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বাংলানিউজকে জানান, পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম কিংবা গোলযোগের অভিযোগ আমরা পাইনি।

বাংলাদেশ সময়: ১১২৫, ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।