ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

`হতদরিদ্র রোগীর জন্য বছরে ব্যয় ২ কোটি টাকা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
`হতদরিদ্র রোগীর জন্য বছরে ব্যয় ২ কোটি টাকা’ ...

চট্টগ্রাম: হতদরিদ্র রোগীদের জন্য বছরে প্রায় ২ কোটি টাকা ব্যয় করছে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি) ও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)।

শনিবার (২৩ মার্চ) বিকেলে পাহাড়তলী সিইআইটিসির ইমরান সেমিনার হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিএনএসবি সাধারণ সম্পাদক ও সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন এ তথ্য জানান।

ডা. রবিউল হোসেন বলেন, অর্থের অভাবে চিকিৎসা ছাড়া কোনো রোগীকে ফিরে যেতে দেওয়া হয় না।

বরং তাদের ওষুধও সরবরাহ করা হয়।

পৃথক সভায় অধ্যাপক ডা. শফিক হায়দার চৌধুরী ও দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেকের সভাপতিত্ব করেন।

সবায় নীরিক্ষা প্রতিবেদন পাঠ করেন ট্রেজেরার জাহাঙ্গীর আলম খান।

চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, শিশুর চোখের ক্যান্সার নির্ণয়ে দেশে প্রথমবারের মত এখানে একটি বিভাগ খোলা হয়েছে। এ বিভাগ চালুর পর এক বছরে ৩০ শিশুকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়েছে।

সভায় বক্তব্য দেন ট্রাস্ট বোর্ডের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।

কর্মদক্ষতায় স্বীকৃতস্বরূপ হাসপাতালের অর্থোপচিস্ট জোবাইদা খানম ও হাইজিন স্টাফ সুজন দাশগুপ্তকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯

এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।