ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক পুলিশের প্রচারণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক পুলিশের প্রচারণা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক পুলিশের প্রচারণা

চট্টগ্রাম: পথচারী ও চালকের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (২৩ মার্চ) দিনব্যাপী নগরের টাইগারপাস মোড় ও নিউ মার্কেট মোড়ে প্রচারণা চালান পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা।

জনসাধারণকে রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন, রাস্তা পারাপারের সময় হেডফোন ব্যবহার না করা, মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকা, চলন্ত গাড়িতে ওঠানামা থেকে বিরত থাকা, পায়ে হেঁটে চলাচলের সময় ফুটপাত ব্যবহার এবং গাড়িচালকদের গাড়ির ফিটনেসসহ সকল কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা, অযথা হর্ন না বাজানো, সিটবেল্ট বেঁধে গাড়ি চালানো ও নির্দিষ্ট গতিসীমা মেনে চলা বিভিন্ন বিষয়ে পথচারী, যাত্রী ও চালকদের সচেতন করা হয়।

প্রচারণায় অংশ নেন সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাযারী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নাজমুল হাসানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।