ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়া উপজেলা নির্বাচন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
লোহাগাড়া উপজেলা নির্বাচন স্থগিত

চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রোববার (২৪ মার্চ) এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে জানান, নির্বাচন কমিশনের আদেশে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে নির্বাচনের আয়োজন করা হবে।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী মাহমুদুল ইসলামের প্রতীক ব্যালট পেপারে থাকায় এ নিয়ে আদালতে অভিযোগ করেন অপর প্রার্থী ছলিম উদ্দিন খোকন। ব্যালট বিভ্রাট মেটাতে আদালত নির্বাচন কমিশনকে নির্বাচন স্থগিত করার নির্দেশ দেয়।

এরই প্রেক্ষিতে শুক্রবার (২২ মার্চ) নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. আশফাকুর রহমানের সই করা এক আদেশে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।