ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জামালখানের নান্দনিক সৌন্দর্য দেখবে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
জামালখানের নান্দনিক সৌন্দর্য দেখবে বাংলাদেশ বক্তব্য দেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

চট্টগ্রাম: জামালখানের নান্দনিক সৌন্দর্য চট্টগ্রাম ছাড়িয়ে দেশজুড়ে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

শুক্রবার (২২ মার্চ) নগরের জামালখান মোড়ে স্বাধীনতার মাসে নেইলস অ্যান্ড উড অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শৈবাল দাশ সুমন বলেন, নিজের শৈশব, কৈশোর জামালখানে কাটিয়েছি।

এখানকার সবকিছুই আমার পরিচিত। জামালখানের কোনো কিছু ভালো না লাগলে, অসুন্দর-অপরিচ্ছন্ন দেখেলে দু:খ পেতাম।
এক ধরণের যন্ত্রণা অনুভব করতাম। তাই জামালখানের জন্য কাজ করার শপথ নিয়ে নির্বাচনে দাঁড়াই।

তিনি বলেন, নির্বাচনের আগে জামালখান নিয়ে আমার স্বপ্নের কথা, প্রতিশ্রুতির কথা সবার সামনে তুলে ধরেছি। অনেকে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের পরে ভুলে গেলেও আমি ভুলিনি। দিন-রাত কাজ করেছি। অক্লান্ত পরিশ্রম করেছি। কারণ নান্দনিক জামালখান গড়তে আমার ভালোবাসা ছিলো। কমিটমেন্ট ছিলো।

শৈবাল দাশ সুমন বলেন, স্বাধীনতার মাসে আমাদের ব্যাতিক্রমী আয়োজন ‘নেইলস অ্যান্ড উড’ অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা চট্টগ্রামের প্রতিভাবান শিল্পীদের দিয়ে বাংলা গান পরিবেশন করছি। এতে একদিকে যেমন তরুণ শিল্পীরা নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে, তেমনি এলাকাবাসীর মধ্যে সম্প্রীতি বাড়ছে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের মুল উদ্দেশ্য ছিলো সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ। ভ্রাতৃত্বের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়তেই আমরা কাজ করছি। সম্প্রীতি ও উন্নয়নে জামালখান এখন পুরো বাংলাদেশে রোল মডেল।

অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, দেশের সর্ববৃহৎ অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ব্যুরো এডিটর তপন চক্রবর্তী।

অতিথিরা নান্দনিক জামালখান গড়তে শৈবাল দাশ সুমনের প্রচেষ্টাকে সাধুবাদ জানান। এ প্রচেষ্টা অব্যাহত রাখতে তাকে অনুরোধ জানান।

অনুষ্ঠানে বাংলা গান পরিবেশন করেন তরুণ শিল্পীরা।

মঙ্গলাবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে তরুণ শিল্পীদের নিয়ে বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা জানান কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।