ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা মহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিকিৎসা সেবা।

চট্টগ্রাম: পটিয়ায় দুস্থ ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। প্রয়াত পিতা ডা. মো. আব্দুস সবুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনিসুল আউয়াল এ চিকিৎসা সেবার আয়োজন করেন।

শুক্রবার (২২ মার্চ) কুসুমপুরা মহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোটর পাড়া সামাজিক উন্নয়ন সংগঠনের ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ কার্যক্রম।

এতে হৃদরোগের ৩০০জন, মেডিসিন রোগের ২৫০জন, সার্জারি রোগের ৪০জন, শিশু রোগের ৫০জন, দন্ত রোগের ৫০জন, গাইনী রোগের ১০০জন, ক্যান্সার রোগের ২০জন, ডায়াবেটিস রোগের ৬০ জন, নাক, কান ও গলা রোগের ৭০জন, চর্ম রোগের ৫০জন, চক্ষু রোগে আক্রান্ত ২০০ রোগীকে সেবা প্রদান করা হয়।

এছাড়া ৩০জনকে খতনা, ১৫০জনকে কর্ণ ছেদন, ৪০জন চোখের ছানি অপারেশন, ১০০জনকে হেপাটাইটিস বি পরীক্ষা ও ১০০জনকে বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করানো হয় ।

মেডিকেল ক্যাম্প এর উদ্যোক্তা ডা. আনিসুল আউয়াল ছাড়াও চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মো. নুর উদ্দীন তারেক, ডা. এ ওয়াই এম নুরুদ্দীন জাহাঙ্গীর, ডা. হাবিবুল ইসলাম চৌধুরী, ডা. সালাউদ্দীন সিদ্দিকী, ডা. মো. আবদুল্লাহ আল ফারুক, মেডিসিন বিভাগের ডা. এম এ সাত্তার, ডা. সৈয়দ মোহাম্মদ জাবেদ, ডা. মুহাম্মদ আবদুর রহিম, ডা. শওকত আলী, ডা. ফাইজা, ডা. মারজানা ইসলাম চৌধুরী, ডা. কামরুননেসা জাহা, সার্জারী বিভাগের ডা. সাকেরা আহমদ, ডা. এম এ মুশফিকুর রহমান।

সহযোগিতায় ছিলেন মুহাম্মদ জসিম, ইকবাল হোসেন খোকন, এম আকবার আলী, মাহমুদুল হাসান পলাশ, মাহবুব আলম, হাজী মো. আলম মেম্বার, আবুল কাশেম আকাশ, মোক্তার আলম, মাহমুদুল হক, মেহেদি হাসান, মো. দেলোয়ার হোসেন, হাফেজ আহমেদ, মো. ইব্রাহিম প্রমুখ।

ডা. আনিসুল আউয়াল বলেন, প্রয়াত বাবা ডা. মো. আবদুস সবুর স্মরণে প্রতিবছরের ন্যায় এবারো বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এতে সাধারণ মানুষ বিনা খরচে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।