ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম দরবারের মহাত্মা সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
চট্টগ্রাম দরবারের মহাত্মা সম্মেলন মহাত্মা সম্মেলনে অতিথিরা।

চট্টগ্রাম: আউলিয়ায়ে কেরামদের চরিত্র, মাধুর্য দেখে পথহারা মানুষ আলোকিত জীবন গঠনে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বোয়ালখালীর চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে ঢাকার বিএমএ মিলনায়তনে মহাত্মা সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

সম্মেলনে আর্ত মানবতার সেবায় রক্তদান কর্মসূচি, রাহে ভান্ডার এনোবল অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা জেলা ইউনিটের সহযোগিতায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের আয়োজক মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার ওয়ার্ল্ড শাহাদা কাউন্সিলের প্রতিষ্ঠাতা শায়খ ড. ইসমাইল কাসিম।
বিশেষ অতিথি ছিলেন দিল্লির দরবারে আহলে সুন্নতের সাজ্জাদানশীন জাবেদ আলী নকশবন্দী, ড. সৈয়দ ইরশাদ আহমদ আল বোখারী, ড. সরকার আমিন, মুফতি বাকী বিল্লাহ আল আজহারী, অ্যাডভোকেট আব্দুল হোসেন, সৈয়দ নজরুল ইসলাম, মৌলানা মোস্তাক আহমদ, ড. মাসুম চৌধুরী, এম এ হাশেম মাইজভান্ডারী।

সম্মেলনে ৯ গুণীজনকে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরীতে রাহে ভাণ্ডার এনোবল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- ছুফি সাধনায় কুমিল্লার নগর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ গাজী শাহ নূর নগরী, পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম শমশের আলী, বাংলাদেশ পাটকল করপোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান, রাজনীতিবিদ অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, ছুফি লেখক ও গবেষক আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতি সাবেরী, ছুফি গীতিকার ও সুরকার শিল্পী মোহাম্মদ আরিফ দেওয়ান, বাউল শফি মন্ডল ও ডা. মোহাম্মদ নরুল আবছার খান।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।