ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বেড়েছে সবজির দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
বেড়েছে সবজির দাম প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে।

চট্টগ্রাম: নগরের বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বরবটি, ঝিঙ্গা, তিত করলা ও সজনে ডাটা বিক্রি হচ্ছে প্রতিকেজি ১০০ টাকায়।

বিক্রেতাদের দাবি, সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারে সবজির সরবরাহও কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তবে মাছের দাম কমেছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা। আর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে ডিমের দাম।

ব্যবসায়ীরা বলছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে সবজির সরবরাহ বাড়বে। এতে দাম কমবে।

শুক্রবার (২২ মার্চ) সকালে কাজির দেউড়ী, রেয়াজউদ্দীন বাজার ও চকবাজার কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, এক কেজি শিমের বিচি বিক্রি করা হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। চিচিঙ্গা ৭০ টাকা, পটল ৮০ টাকা, ফুলকপি ৬০ টাকা, বেগুন ৪০ টাকা ও মিষ্টি কুমড়া প্রতিকেজি ২৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি আঁটি লালশাক ১৫ টাকা, মিষ্টি কুমড়ার আঁটি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের দাম কিছুটা কমেছে। কার্প মাছ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকা, চিংড়ি মাঝারি ৪০০ টাকা, তেলাপিয়া ১৮০ টাকা, কাতলা ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি কেজি ১৭০ টাকা, সোনালি ৩০০, দেশি ৪৫০, গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের ডিম ডজন ১১০ টাকা, হাঁসের ডিম প্রতি হালি ৫০ টাকা এবং দেশি মুরগীর ডিম ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আসকার দীঘির পাড়ের বাসিন্দা রুবেল হোসাইন বলেন, সবজির দাম এখন নাগালের বাইরে। প্রায় সবজি ৯০-১০০ টাকা। সামনে রমজান মাস, ওই সময়ে বাজার নিয়ন্ত্রণে থাকলেই হলো।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad