ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পিকআপের ধাক্কায় চবি ছাত্র আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, মার্চ ২১, ২০১৯
পিকআপের ধাক্কায় চবি ছাত্র আহত

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক ছাত্র পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। এম এম এইচ হৃদয় নামের ওই ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রায় দুই ঘণ্টা হাটহাজারী-চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাখেন।

এসময় তারা টায়ার পুড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন চবি শিক্ষার্থীরা। চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ছাত্র আহত হওয়ার পর বিক্ষোভ করেন সহপাঠিরা। পরে পুলিশ গিয়ে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।