ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বেড়েছে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
বেড়েছে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা

চট্টগ্রাম: আসন্ন এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বিভাগ থেকে অংশ নিচ্ছে ৯৯ হাজার ৬৫১ জন শিক্ষার্থী।

আগামী ১ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা।  

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর ২৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৯ হাজার ৩৬৫ জন ছাত্র এবং ৫০ হাজার ২৮৬ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষাকেন্দ্র ১০৩টি।

গত বছর চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৭ হাজার ৬৮৪ জন।

এদের মধ্যে ৪৮ হাজার ১১ জন ছাত্র এবং ৪৯ হাজার ৬৭৩ জন ছাত্রী। সেই হিসেবে গতবছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে এক হাজার ৯৬৭জন।

এ বছর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সবচেয়ে বেশি ৩৮ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এছাড়া মানবিক বিভাগ থেকে ৩৭ হাজার ৮৮১ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ২২ হাজার ৬৬২ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান জানান, রোববার (২৪ মার্চ) থেকে প্রতিটি কেন্দ্রে পরীক্ষার সামগ্রী বিতরণ করা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১০টি বিশেষ ভিজিল্যান্স টিমসহ মোট ৫০টি টিম থাকবে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।