ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিয়ন্ত্রণে গুদামের আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
নিয়ন্ত্রণে গুদামের আগুন ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকার একটি ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি।

বুধবার (২০ মার্চ) ভোর পৌনে ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন বাংলানিউজকে জানান, অ্যারোমা সিঙ্গারের গুদামে আগুন লাগার খবর পেয়ে নগরের আগ্রাবাদ, বন্দর, বায়েজিদ ও কুমিরা ফায়ার স্টেশনের ১২টি গাড়ি পাঠানো হয়।

ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন।                                             <div class=

ছবি: উজ্জ্বল ধর" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/Fire-bg220190320115419.jpg" style="margin:1px; width:100%" />আগুনে পুড়ে গেছে টিভি, ফ্যান, এসি, সোলার প্যানেল, আসবাবপত্রসহ বেশকিছু মালামাল। সকাল পৌনে ১০টায় আগুনে পুড়ে যাওয়া মালামাল থেকে ধোঁয়া বের হচ্ছিল।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানান জসীম উদ্দীন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad