ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রত্যাহার

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহেরকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

তাকে প্রত্যাহার করে ওই পদে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, নির্বাচন কমিশন থেকে প্রত্যাহারের আদেশ পেয়েছি।

লোহাগাড়ায় এক লাখ ৯০ হাজার ৪৭২ জন ভোটার রয়েছেন। উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৬১টি।

দক্ষিণ চট্টগ্রামের ছয় উপজেলা সঙ্গে রোববার (২৪ মার্চ) লোহাগাড়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেখানে ৬১ জন প্রিসাইডিং, ৫০৯ জন সহকারি প্রিসাইডিং ও এক হাজার ১৮ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯

এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।