ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২ ইটভাটাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
২ ইটভাটাকে জরিমানা

চট্টগ্রাম: মেয়াদোত্তীর্ণ পরিবেশ ছাড়পত্র দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা ও পরিবেশ দূষণের দায়ে দুই ইটভাটাকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল।

মঙ্গলবার (১৯ মার্চ) পরিদর্শন করে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে বাংলানিউজকে জানান পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান।

দুই প্রতিষ্ঠান হলো- সীতাকুণ্ড শীতলপুর এলাকার টি আর শিপ ব্রেকার্স, নোয়াখালী সুবর্ণচর এলাকার সুয়াজ অটো ব্রিকস ম্যানুফেকচার।

টি আর শিপ ব্রেকার্সকে ১ লাখ টাকা ও সুয়াজ অটো ব্রিকস ম্যানুফেকচারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, ‘মেয়াদোত্তীর্ণ পরিবেশ ছাড়পত্র দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা ও পরিবেশ দূষণের দায়ে টি আর শিপ ব্রেকার্স ও সুয়াজ অটো ব্রিকস ম্যানুফেকচারকে নামে দুই ইটভাটাকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।