ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঘাইছড়ির হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
বাঘাইছড়ির হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিটি বাঘাইছড়িতে হামলার ঘটনায় আহত একজন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে ব্রাশফায়ারে হতাহতের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা বাংলানিউজকে জানান, স্থানীয় সরকার বিভাগে পরিচালক দীপক চক্রবর্ত্তীকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সদস্যসচিব এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, বিজিবির মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা, পার্বত্য উন্নয়ন বোর্ডের যুগ্ম সচিব মর্যাদার একজন কর্মকর্তা, রাঙামাটি জেলা পরিষদ ও আনসার-ভিডিপির প্রতিনিধিকে সদস্য করা হয়েছে।

১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্গম বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে সহকারী প্রিজাইডিং অফিসার মো. আমির হোসেনসহ সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৪ জন। বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের সিজক এলাকায় নির্বাচনী কাজ শেষে উপজেলা সদরে ফেরার পথে নয় কিলো এলাকায় হামলার শিকার হন তারা।  নিহত অন্যরা হলেন-আনসার সদস্য আল আমিন, বিলকিস আক্তার, জাহানারা, মন্টু চাকমা, মিহির কান্তি দত্ত ও আবু তৈয়ব। এ ঘটনায় আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।