ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মালয়েশিয়া যাচ্ছে কোস্ট গার্ডের জাহাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
মালয়েশিয়া যাচ্ছে কোস্ট গার্ডের জাহাজ বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘সৈয়দ নজরুল’

চট্টগ্রাম: বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘সৈয়দ নজরুল’ মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ‘লিমা-১৯’ এ অংশ নিতে চট্টগ্রাম ছেড়ে গেছে।

সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় জাহাজটি চট্টগ্রামের বিসিজি বার্থ ত্যাগ করে।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন শেখ মোহাম্মদ জসিমুজ্জামানের নেতৃত্বে ১২ কর্মকর্তা, ১০৬ নাবিক এবং ১১ জন বেসামরিক ব্যক্তি শুভেচ্ছা সফরে গমন করেন।

জাহাজ পোতাশ্রয় ত্যাগের প্রাক্কালে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জাহাজটিতে কর্মরত অফিসার ও নাবিকদের পরিবারের সদস্যরা স্বজনদের বিদায় জানান।

জাহাজটি মালয়েশিয়া ছাড়াও ভারত ও থাইল্যান্ডের দুইটি বন্দরে শুভেচ্ছা সফর শেষে আগামী ৭ এপ্রিল চট্টগ্রাম ফেরার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।