ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রাণীরহাট কলেজে আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রাণীরহাট কলেজে আলোচনা সভা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রাণীরহাট কলেজে আলোচনা সভা

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মার্চ) ‘স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধু’ (১৯৫২-১৯৭০) শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এম আহছানুল করিম পীরজাদা।

কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন। আলোচনায় বঙ্গবন্ধুর জীবন এবং ত্যাগের কথা তুলে ধরা হয়।

কলেজের শিক্ষার্থী তারিন আকতার এবং আয়না মার্মার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজের অধ্যক্ষ এম আহছানুল করিম পীরজাদা, শিক্ষক পরিষদের সম্পাদক এবং জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মু. রেজাউল করিম, গণিত বিভাগের শিক্ষক সিরাজ উল্লাহ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।