ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

চট্টগ্রাম: ভোট কারচুপির অভিযোগ এনে রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেন (মোমবাতি) ভোট বর্জন করেছেন।

সোমবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে ভোট বর্জনের সময় মো. আকতার হোসেন বলেন, সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত সুষ্ঠু ভোট হয়েছে। এরপর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া শুরু হয়।

‘ভোট কারচুপি ও ভোট দিতে বাধা দেওয়ায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। ’

রাঙ্গুনিয়া উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে।

সেখানে চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন।

রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান পদে মো. ফয়জুল ইসলাম (উড়োজাহাজ), মোহাম্মদ শফিকুল ইসলাম (তালা), মো. আকতার হোসেন (মোমবাতি) ও মোহাম্মদ শাহাদাত হোসেন তালুকদার (টিয়া পাখি)  নির্বাচন করছেন।

ইতোমধ্যে উড়োজাহাজ প্রতীকের মো. ফয়জুল ইসলাম ও টিয়া পাখি প্রতীকের মোহাম্মদ শাহাদাত হোসেন তালুকদার নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে মোহাম্মদ শফিকুল ইসলামকে (তালা) সমর্থন দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫০, ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।