ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পৃথক অগ্নিকাণ্ডে পুড়েছে ২৪ দোকান, ৯ বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
পৃথক অগ্নিকাণ্ডে পুড়েছে ২৪ দোকান, ৯ বসতঘর

চট্টগ্রাম: ফটিকছড়ি ও চন্দনাইশে পৃথক অগ্নিকাণ্ডে ২৪টি দোকান, ৩টি সেমিপাকা ও ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সোমবার (১৮ মার্চ) ভোরে ফটিকছড়ির ভূজপুর ও চন্দনাইশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, ভূজপুর এলাকায় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ভোর ৫টার দিকে ফটিকছড়ি ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চন্দনাইশে নুরুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার স্টেশনের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৯টি বসতঘর পুড়ে যায়। এ ঘটনায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad