ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চার্চগুলোতে র‌্যাবের নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
চার্চগুলোতে র‌্যাবের নিরাপত্তা জোরদার চার্চগুলোতে র‌্যাবের নিরাপত্তা জোরদার। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের বিভিন্ন এলাকায় থাকা খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৭ মার্চ) দিনব্যাপী নগরের বিভিন্ন চার্চে টহল দিয়েছে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৭ সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজের নেতৃত্বে নগরের ক্যাথলিক চার্চ, বেথলহাম এজি চার্চ, চার্চ অব দ্য ইমাকুলেট কনসেপশন, জিওন ব্যাপ্টিস্ট চার্চ, নির্মলা মারিয়ার গীর্জা, ব্যাপ্টিস্ট চার্চসহ গুরুত্বপূর্ণ উপাসনালয়গুলোতে টহল দেন র‌্যাব সদস্যরা।

নিউজিল্যান্ডে মসজিদে অতর্কিত সন্ত্রাসী হামলার পর র‌্যাবের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

চার্চগুলোতে র‌্যাবের নিরাপত্তা জোরদার।                                             <div class=

ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/RAB-BG-220190317211859.jpg" style="margin:1px; width:100%" />র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, ‘খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতে যাতে সাম্প্রদায়িক হামলার ঘটনা না ঘটে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র‌্যাবের টহল অব্যাহত রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।