ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদে ছাত্রলীগের এক গ্রুপের উপর অতর্কিত হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
বায়েজিদে ছাত্রলীগের এক গ্রুপের উপর অতর্কিত হামলা ছাত্রলীগের আহত কর্মী

চট্টগ্রাম: বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর এলাকায় ছাত্রলীগের এক গ্রুপের কর্মীদের উপর অতর্কিত হামলায় দুইজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-মিনহাজুল ইসলাম (১৬) ও পিয়াস (১৭)।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ছাত্রলীগের ওই দুজনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদেরকে মাথায় কোপানো হয়েছে।

ছাত্রলীগের আহত কর্মী।  বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খন্ডকার বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের দুইজন কর্মীর উপর হামলা হয়েছে। তবে কী কারণে, কারা এই হামলা চালিয়েছে খোঁজ নিচ্ছি।

স্থানীয় ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান রহিম বলেন, মোহাম্মদনগর এলাকায় একটি সামাজিক ক্লাব হয়েছে। সেখানে তারা খেলা করার সময় ৩৫ জনের একটি মুখোশধারী দল এসে অতর্কিত হামলা চালায়। তারা  এসময় কুপিয়ে দুজনকে আহত করে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।