bangla news

সাংবাদিক সিদ্দিক আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৩-১৪ ৭:১৩:০৯ পিএম
সাংবাদিক সিদ্দিক আহমেদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

সাংবাদিক সিদ্দিক আহমেদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

চট্টগ্রাম: সাংবাদিক সিদ্দিক আহমেদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দক্ষিণ রাউজানের গশ্চি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের উদ্যোগে ‘সিদ্দিক আহমেদ স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৪টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্ট  উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের খেলোয়ার জাহেদ পারভেজ চৌধুরী।

টুর্নামেন্টে আটটি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় পদ্মা একাদশ বনাম কর্নফুলী একাদশ ও  মেঘনা একাদশ বনাম যমুনা একাদশ। 

উপস্থিত ছিলেন গশ্চি উচ্চ বিদ্যালয় সাবেক ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক আলমগীর হায়দার, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোজাফ্ফর হোসেন, যুবলীগ নেতা আ জ ম রাশেদ, প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, ফয়জুল আলম প্রিন্স, ফখরুল ইসলাম, শিক্ষক সন্তোষ কুমার চৌধরী, দিলীপ কুমার দাশ, অজিত দে, আশিষ বৈদ্য, সাইগল ইসলাম, জোনায়েদুল ইসলাম, কামাল উদ্দীন, অদিতি চৌধুরী, অীনতা দে, প্রগতি রানী, জাহেদা বেগম, বদিউল আলম, জালাল  উদ্দীন চৌধুরী, আদনানুল করিম, মো. ফরিদ, সেলিম রেজা, শাহাদাত ইসলাম, রুহল কাদের, মো.হোসেন, ,সৈকত চৌধুরী, নুরুল আজম, মো.বেলাল হোসেন, আনসার আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯

জেইউ/টিসি 

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-03-14 19:13:09