ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দোকানে নকল বিদেশি প্রসাধনী, হোটেলে পচা খাবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
দোকানে নকল বিদেশি প্রসাধনী, হোটেলে পচা খাবার অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের রিয়াজুদ্দিন বাজার ও জহুর হকার মার্কেটে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এ অভিযানে নেতৃত্ব দেন।

ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বাংলানিউজকে জানান, দুপুরে ভোক্তা অধিকার আইনে রিয়াজুদ্দিন বাজারের কয়েকটি মার্কেটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এ সময় নকল ও মেয়াদহীন বিদেশি প্রসাধনী বিক্রি, পণ্যের গায়ে অতিরিক্ত মূল্য সংযোজনের দায়ে এসএম স্টোর, রাহাত এন্টারপ্রাইজে এবং আল মামুন ট্রেডার্সকে জরিমানা করা হয়।

তিনি বলেন, জহুর হকার মার্কেটে ভেজাল বিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভেজাল খাদ্য তৈরি, পচা খাবার সংরক্ষণ, নোংরা পরিবেশ এবং খাবারের মূল্য তালিকা না রাখায় হোটেল শাহ আমানত ও হোটেল তাহেরকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।